চাঁপাইনবাবগঞ্জের সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান ঢাকায় গ্রেপ্তার
- May 07, 2025

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ডিএমপি’র ডিবির টিম ও চাঁপাইনবাবগঞ্জ ডিবির টিমের সহযোগিতায় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে মিডিয়া সেল জানায়।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্টে বলা হয়েছে, সোমবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমানকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। ঢাকা মহানগর ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ৮ জনকে গ্রেপ্তার করে।
ওই পোস্টে আরো বলা হয়- ‘গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।’ ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন’ বলেও ওই পোস্টে বলা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৪৮ হাজার ৬১৩ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন মো. মোখলেসুর রহমান। গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোখলেসুর রহমান আত্মগোপনে ছিলেন।