চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ৪ টি ওয়ান স্যুটারগান উদ্ধার
- Jan 25, 2019
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে মালিকবিহীন ৪ টি ওয়ান স্যুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে স্থলবন্দর সংলগ্ন কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্য ছিল বাংলাদেশের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ হতে রাজশাহীগামী আর এম এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৯) নামক একটি বাসে অবৈধভাবে কিছু অস্ত্র/গোলাবারুদ বহন করবে। ওই তথ্যের উপর ভিত্তিতে বাসটি নজরদারীতে রাখা হচ্ছিল।
বৃহষ্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস.এম সালাহ উদ্দিন পিবিজিএম’র নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাসটি আটক করে সোনামসজিদ-কয়লাবাড়ী টাওয়ার এলাকায়। পরে বাসটি তল্লাশি করে বাসে রাখা ফলের কার্টুনের ভিতরে লুকানো ৪টি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত বাস, অস্ত্র এবং গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।