• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ‘সীমান্ত পরিবহন’ উদ্বোধন

  • Jul 26, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৯ ব্যাটালিয়নের উদ্যোগে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আইসিপি থেকে জিরো লাইন পর্যন্ত ‘সীমান্ত পরিবহন’ চালু করা হয়েছে।

শুক্রবার ৫৯ বিজিবি’র প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপি দিয়ে প্রতিদিন আনুমানিক ৯০-১০০ জন যাত্রী লাগেজসহ বৈধভাবে ভারতে যাতায়াত করে। যাদের মধ্যে অধিকাংশ যাত্রী বিভিন্ন রোগে অসুস্থতায় চিকিৎসাজনিত কারনে বাংলাদেশ-ভারত যাতায়াত করছে।

এসব সমস্যা সমাধানের লক্ষ্যে ২৫জুলাই বিকেলে সোনামসজিদ আইসিপি হতে জিরো লাইন পর্যন্ত যাত্রী সাধারণ ও তাদের লাগেজ পরিবহণের সুবিধার্থে রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে “সীমান্ত পারাপার” নামক যানবাহন চালু করা হয়েছে। উক্ত ! সীমান্ত পারাপার’ যানবাহনটির শুভ উদ্বোধন করেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম।

এ সময় লে.কর্নেল মাহমুদুল হাসান, অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এবং পানামা, সিএনএফ, কাস্টমস এবং ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।