• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

  • Feb 24, 2019

Share With

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ  চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তৃতীয় দফায় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে, নৌকা প্রতীকের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলায় মো. আব্দুল কাদের, ভোলাহাট উপজেলায় মোহাম্মদ রাব্বুল হোসেন, গোমস্তাপুর উপজেলায় মো. হুমায়ুন রেজা আওয়ামী লীগের  নৌকা প্রতীকে মনোনোয়ন পেয়েছেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলায় ভোটগ্রহণ ২৪ মার্চ। জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে।