• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলায় নৌকার জয় জয়কার

  • Mar 25, 2019

Share With

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার প্রার্থী নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শিবগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম, ভোলাহাটে রাব্বুল হোসেন, গোমস্তাপুরে হুমায়ুন রেজা ও নাচোলে আবদুল কাদের। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ১৩২ জন। ভোট প্রদানের হার ৪২.৭। এখানে আওয়ামীলীগের নৌকা প্রতীকের সৈয়দ নজরুল ইসলাম ৯৬ হাজার ৫৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের বিদ্রোহী প্রার্থী মহসীন আলী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪৬ হাজার ১৮৫ ভোট।

ভোলাহাট উপজেলায় মোট ভোটার ৭৪ হাজার ১৯৬ জন। ভোট প্রদানের হার ৪৩.৯৪। এখানে নৌকা প্রতীকে রাব্বুল হোসেন ১৯ হাজার ২০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ারুল ইসলাম। চিংড়ী মাছ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৪৭৫ ভোট।

গোমস্তাপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৯৮ জন। ভোট প্রদানের হার ৪০.৬। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন দুজন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত হুমায়ুন রেজা ও একই দলের বিদ্রোহী প্রার্থী আফসার আলী খান। হুমায়ুন রেজা নৌকা প্রতীকে ৫৯ হাজার ৩৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফসার আলী খান আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৭ হাজার ২৯২।

নাচোল উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬ হাজার ৫৫৭ জন। ভোট প্রদানের হার ৫৯.৩৯। নাচোলে মাত্র ৩১৪ ভোটের ব্যবধানে পুনরায় জয় ছিনিয়ে নিয়েছেন নৌকা প্রতীকের আবদুল কাদের। তিনি ভোট পেয়েছেন ২৬ হাজার ৯০১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আ.লীগ বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে আবু রেজা মোস্তফা কামাল শামীম ২৬ হাজার ৫৮৭ ভোট পেয়েছেন।

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার ১৬৬ কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্র থেকে ভাইস চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৭৫০ ভোট। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুরশেদ পারভেজ মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৩০৫।

শিবগঞ্জ উপজেলার ১৬৬ কেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্র থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম প্রজাপতি প্রতীকে ভোট পেয়েছেন ১৯ হাজার ৩৯৮। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরজাহান বেগম ফুটবল প্রতীকে ১৩ হাজার ৯৪২ ভোট পেয়েছেন।

এছাড়া, গোমস্তাপুরে ভাইস চেয়ারম্যান পদে মুহা. হাসানুজ্জামান নূহ টিউবয়েল প্রতীকে ২০ হাজার ৯২০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. মাহফুজরা খাতুন সেলাইমেশিন প্রতীকে ৪৫ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নাচোলে ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম বাবু চশমা প্রতীকে ২০ হাজার ৮৭১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাতুন নাইম মুন্নি ৩১ হাজার ৪৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।