• Sunday, February 23, 2025

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনিয়ে নিতে যুবককে হত্যা

  • Feb 16, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর সরিষাখেত থেকে পলাশ হালদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পলাশ হালদার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগরের শ্রী রাকফর হালদারের ছেলে। পুলিশের ধারণা অটোরিকশা ছিনতাই করতে হত্যা করা হয়েছে পলাশকে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে সরিষাখেতে পলাশের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পলাশের গলায় মাফলার পেঁচানো ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে পলাশকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘নিজের অটোরিকশা নিয়ে গত ১২ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন পলাশ। ওইদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ১৩ ফেব্রুয়ারি তাঁর বাবা রাকফর হালদার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। মরদেহ উদ্ধারের পর পলাশের বাবার করা সাধারণ ডায়েরি হত্যা মামলায় রূপান্তর হবে বলে জানিয়েছেন ওসি রইস উদ্দীন।