• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন

  • May 12, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্তগ্রহণ করা হয়।

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা আইন শৃঙ্খলা কমিটির কমিটির উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ ৩৩৮ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসিসহ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যবৃন্দ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁওসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়াও মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী আম পাকানোর ক্ষেত্রে রাসায়নিক ব্যবহার না করার বিষয়টি আবারো তুলে ধরেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।