• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান

  • May 25, 2019

Share With
চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান, সচিব পবন চৌধুরী। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান (শেখ হাসিনা সেতু সংলগ্ন ইসলামপুর এলাকায়) পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে সাবেক সাংসদ ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান, সচিব পবন চৌধুরী প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান আজ পরিদর্শন করলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ২০১৬ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আগামী ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে এক কোটি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অতিরিক্ত ৪০ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।