• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, বিস্ফোরক, জিহাদী বইসহ জেএমবির ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

  • Aug 28, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর এলাকা থেকে  তাদের আটক করা হয়। এ সময় তাদের  কাছে থাকা অস্ত্র, বিস্ফোরক, ও কিছু উগ্রবাদী জিহাদী বই উদ্ধার করা হয়।

আটককৃত জেএমবি সদস্যরা হলো, জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের সাইফুদ্দিন মন্ডলের ছেলে আকতারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শংকর মাইদা গ্রামের রুস্তুম আলীর ছেলে আব্দুল কাদের, একই উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামের আতারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ও বালুচর গ্রামের মৃত. কুবেদ আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি জেএমবি সংগঠনের কিছু সক্রিয় সদস্য সাংগঠনিক কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকান্ড চালানোর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কোন এক নির্জন গোপন স্থানে সমবেত হবে।  এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযানিকদল সদর থানার বিভিন্ন জায়গায় ব্যাপক গোয়েন্দা অনুসন্ধান চালাতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ শহর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ডগুলি, ৪০০গ্রাম গান পাউডার এবং কিছু উগ্রবাদী জিহাদী বই উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।