• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা নবাগত জেলা প্রশাসকের

  • Aug 12, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে রবিবার সকালে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

সভার শুরুতে পরিচিতি পর্বে তিনি বলেন-এক সাথে সকল সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধের সাথে পরিচিত হলাম, আগামীদিনে কাজের মাধ্যমে আমাদের পরিচিতির ক্ষেত্র আরো প্রসারিত হবে। এ জেলার উন্নয়নে এক সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় আইন শৃঙ্খলা বিষয়ক তথ্য উপস্থাপন করেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম এবং সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হায়াত মো. রহমতুল্লাহ।

সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলমগীর হোসেনসহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদ্যবৃন্দ অংশগ্রহণ করেন।