• Sunday, February 23, 2025

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • Feb 21, 2025

Share With

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, ভাষা আন্দোলনে শহীদের স্মরণে একুশের প্রথম প্রহরে, চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রাত ১২টা এক মিনিটে জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সদর উপজেলা পরিষদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শেণিপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিভিন্ন  রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিলো শহীদ মিনারে। বিকেলে পুরাতন স্টেডিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।