• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক বিশ্ব শান্তি দিবস পালিত

  • Sep 21, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক বিশ্ব শান্তি দিবস উপলক্ষে,  বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্কাউটসের সাবেক কমিশনার মো. মোসফিকুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্পাদক জনাব মো. আসলাম কবির, সদর উপজেলার শিক্ষক সমিতির সম্পাদক জনাব মো. রফিকুল ইসলাম, জেলা স্কাউটসের এডহক কমিটির আঞ্চলিক প্রতিনিধি জনাব গোলাম রশিদ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে শান্তিময় ও উন্নত বাংলাদেশ বিনির্মানে যুব সমাজকে এখন থেকেই নৈতিকতা ও সুস্থ সংস্কৃতির চর্চা, পরোপকারী মনোভাব ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের গড়ে তোলার আহবান জানান।