• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

  • Sep 28, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, নবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, রেড-ক্রিসেন্টের জেলা সহ-সভাপতি মনিম-উদ-দ্দৌলা চৌধুরী, সাংবাদিক মাহবুবুর রহমান মিন্টু প্রমুখ।