চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- Dec 03, 2018
“সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সোমবার ২৭ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের কর্মকর্তা মীর শামীম আলী, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকসানা খাতুন, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, প্রতিবন্ধী সেলিম রেজা প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের অংশ। তারাও হতে পারে দেশের সম্পদ। তাই প্রতিবন্ধীদের স্বাভাবিক মানুষের মতো অধিকার দিয়ে সু-শিক্ষিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসতে হবে।