• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন, সংরক্ষণ-বাজারজাতকরণ বিষয়ক কর্মশালা

  • May 08, 2019

Share With
`জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিরাপদভাবে আম উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে জনসচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় বুধবার সকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর চেয়ারম্যান, অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল হক।  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস.এফ এম খায়রুল আতাতুর্ক, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দিন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ।
এর আগে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।