• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে লাখ টাকা জরিমানা

  • Nov 25, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শনিবার নিউ স্টার,স্কাই ও তাজ এ ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় এবং কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ মোতাবেক ইটভাটা ৩টিতে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস করে কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস এ দন্ড প্রদান করেন।

সুন্দরপুর ইউনিয়নের নিউ স্টার ইটভাটাকে ২ লাখ টাকা, স্কাই ইটভাটায় ১ লাখ টাকা ও তাজ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস করে কারাদন্ড প্রদান করা হয়। জানা যায়, ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইনসেন্স নেই এবং কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছিল এ সব ইট ভাটা। পরবর্তীতে অন্য ভাটাগুলোতেও এ অভিযান অব্যহত খাকবে।