• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জে ইসলামপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ও পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • Jul 21, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন, সদস্য সচিব সামিউল হক লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন, সদর মডেল থানার ওসি মুনজুর রহমান প্রমুখ। এর আগে ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।