• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার শিশুসহ তরুণী ও কিশোরকে পরিবারের নিকট হস্তান্তর

  • Jun 13, 2019

Share With

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে পুলিশ কর্তৃক উদ্ধার শিশুসহ মানসিক ভারসাম্যহীন এক তরুণী ও বাড়ি হারিয়ে ফেলা স্কুল পড়ুয়া এক কিশোরকে বুধবার (১২’জুন) পরিবারের নিকট হস্তান্তর করেছে সদর থানা পুলিশ।

সদর থানা পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী জানান, গত মঙ্গলবার (১১’ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বিশ্বরোড এলাকা থেকে ১০ মাসের কন্যাশিশুসহ উদ্ধার হয় মানসিক ভারসাম্যহীন মোর্শেদা বেগম (২২)। তিনি  জামালপুর জেলার দেওয়ানগঞ্জের  নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ কৌশলে তার ঠিকানা বের করে পরিবারের সাথে যোগাযোগের পর বুধবার বিকেলে তার ভাই সুমন আহমেদের নিকট তাকে হস্তান্তর করে।

পরিদর্শক ইদ্রিস আলী আরও জানান, বুধবার দুপুরে শহরের শিবতলা নতুনপাড়া এলাকায় উদ্দেশ্যহীন ঘোরাঘুরির সময় স্থানীয়রা উদ্ধার করে মোরসালিন (১৪) নামে এক কিশোরকে। সে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকার নওদাপাড়ার মোশারফ হোসেনের ছেলে ও নওদাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা তাকে থানায় হস্তান্তর করলে পুলিশ সন্ধ্যায় সমাজসেবা দপ্তরের প্রবশেন অফিসারের সহায়তায় পুলিশ সদস্যের সাথে তাঁকে বাড়ি পাঠিয়ে দেয়।