• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • Jan 14, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর নিজস্ব মিলনায়তনে সোমবার সকালে উইন্টার ২০১৮ টার্মের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অতিথিবৃন্দ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রস্টিজের সম্মানীত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে এ অঞ্চলে বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।