• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে এনটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Jul 03, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার টি.এম. মোজাহিদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডিএম তালেবুন নবী ও একই প্রতিষ্ঠানের আরেক সাবেক সভাপতি গোলাম মস্তফা মন্টু এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ অন্যরা।

এর আগে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।