চাঁপাইনবাবগঞ্জে এবার ৫৮৫টি ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে
- Mar 28, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মানুষেরা।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জেলায় ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। তবে ঈদগাহের এই সংখ্যা কম-বেশি হতে পারে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ কমিটির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, ফকিরপাড়া মসজিদ ও ঈদগাহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত মোতাবেক ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায় প্রথম ও সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সকাল পৌনে ৮টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংকৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।