• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের শীতবস্ত্র বিতরণ

  • Jan 15, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ ও ১৫ নং ওয়ার্ডে ২শ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান মো. এরফান আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সদস্য মো. শহিদুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ১৫ ওয়ার্ডর্ আওয়ামী লীগ সভাপতি আসাদুল হক জুসুম প্রমুখ।

উল্লেখ্য, জেলার বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে এরফান গ্রুপের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।