• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন

  • Oct 02, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকালে বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে এপেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার বালুগ্রাম শাখার উদ্বোধন করা করা হয়েছে।

নয়াগোলা করিমোন্নেসা নূরানি কেজি মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালণায় এবং বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের প্রাপ্তন অধ্যাপক (বাংলা) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, এপেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মো. সফিকুল ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের আরবী প্রভাষক মো. দুরুল হোদা, ইসলাম শিক্ষার শিক্ষক মাওলানা আফজাল হোসেন, মো. নাসির আলী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।