• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতিতে ৩৬ আসামীর মুক্তি

  • May 08, 2020

Share With

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার হতে ১ম ধাপে ১ জন ও ২য় ধাপে ২ জন আসামীকে মুক্তি দেয়া হয়েছে।

২য় ধাপে আরো ৫ জনকে জরিমানা আদায় পূর্বক মুক্তি দিতে বলা হয়েছে।চলতি মাসে গত সপ্তাহে আবরো ৫৮জন আসামীর মুক্তির নোটিশ দিয়েছে স্বারাস্ট্র মন্ত্রনালয়। ৮ মে শুক্রবার ২৮ জনসহ ৩ই মে ৮ জন, মোট ৩৬ আসামী তাদের জরিমানার টাকা আদায় হলে মুক্তি দেয়া হবে বলে জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

শিবগঞ্জ উপজেলায় ১৫,নাচোল উপজেলায় ৩, ভোলাহাট ৩জন, রাজশাহীর ২জন,গোমাস্তাপুর উপজেলায় ১জন, সদর উপজেলায় ৪জন, মোট ২৮ জনকে মুক্তি দেওয়ার কথা বলেছে জেলা কারাগার। মুক্তির আদেশপ্রাপ্ত সকলেই মাদক মামলার আসামী বলে জানা যায়। তাদের ১বছরসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলো। চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ধারণ ক্ষমতা ১৭৫ জনের বিপরীতে আছে ৯৬৯ জন।