• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে কর্মী সম্মেলন উপলক্ষে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

  • Sep 15, 2018

Share With

স্টাফ রিপোর্টার :  আগামী ২৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সকাল ১১ টায় কর্মী সম্মেলন ও বিকেল তিনটায় রহনপুরে জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে এ-সভা অনুষ্ঠিত হয়। এ দুটি কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক এমপি মুহা. জিযাউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী ২৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সকাল ১১ টায় অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন ও বিকেল তিনটায় রহনপুরের জনসভাকে সফল করার আহবান জানান নেতৃবৃন্দ।