• Saturday, January 11, 2025
  • 08:06:44 PM

চাঁপাইনবাবগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা

  • Aug 27, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউস নগরে আব্দুল করিম (১৬) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আব্দুল করিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে হাউস নগরের একটি নির্জন এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুকোমল দেবনাথ জানান, মনাকষা ইউনিয়নের হাউস নগর এলাকার একটি নির্জন এলাকায় এক কিশোরের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি আরও জানান, নিহত কিশোরের গলা এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।