• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

  • Oct 01, 2018

Share With

স্টাফ রিপোর্টার :  চাঁপাইনবাবগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।  সোমবার সরকারি শিশু পরিবারে (বালিকা) সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্কের সভাপতিত্বে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, শিশু পরিবারের খ-কালীন চিকিৎসক সুলতানা পাপিয়া, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক আইনীন পারভিন।

সিভিল সার্জন জানান, আজ থেকে ৫-১২ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ট্যাবলেট মেবেনডাজল খাওয়ানো শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলায় ৪ লাখ ৩৭ হাজার ৭ শ ৭৯ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক।

এ-সময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, পৌরসভার মেডিক্যাল অফিসার ডা. ওয়ালিউল ইসলাম খাঁন।