চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- Jan 05, 2025
চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে রোববার (৫ জানুয়ারী) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর পার্কের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড আবিদ হোসেন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি কমরেড রাগিব আহসান মুন্না ভাই। অতিথি হিসেবে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড ইসরাইল সেন্টু। উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হুমায়ূন কবির। সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির নেতা কমরেড তৌফিকুল ইসলাম,জেলা কমিটির সহ সভাপতি কমরেড এ্যাড.আবু হাসিব ও জেলা কমিটির অন্যতম নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আলী। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মিলন পাল।
সমাবেশ শেষে একটি মিছিল কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।