• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ক্লেমন টি-টুযেন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

  • Nov 26, 2018

Share With

নিজস্ব প্রতিবেনিধি : চাঁপাইনবাবগঞ্জে ক্লেমন টি-টুযেন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টার ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডা.) স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন স্পোর্টস এর সিওও খালেদ মাসুদ পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকারী কোচ মো. আলমগীর কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, সহ-সভাপতি আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ মো. বদরুজ্জামান প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার মোট ৩২ টি দলের অংশগ্রহণে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ মুর্শেদ আলম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ জেড এম নুরুল হক এ ধরণের টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যায় ব্যক্ত করেন।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন পাইওনিয়ার ক্রিকেট দল ও ইলেভেন বুলেট ক্রিকেট দল রাজশাহী।