• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যগুদাম পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

  • Jun 14, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা, নাচোল ও গোমস্তাপুর খাদ্যগুদাম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার সন্ধ্যায় তিনি এ খাদ্য গুদামগুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, ভাইস চেয়ারম্য্যন রেজাউল করিম বাবু, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, নাচোল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান প্রমুখ।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, মন্ত্রী মহোদয় শুক্রবার রাজশাহী বিমানবন্দর থেকে সড়ক পথে নওগাঁ যাওয়ার সময় হঠাৎ রুট পরিবর্তন করে রাজশাহীর গোদাগাড়ী হয়ে নাচোল আসেন। আসার পথে তিনি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা, নাচোল ও গোমস্তাপুরের খাদ্য গুদাম পরিদর্শন করেন।