চাঁপাইনবাবগঞ্জে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজনের মানববন্ধন
- Mar 01, 2025

অবনতিশীল আইন-শৃঙ্খলার দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার (মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি আসলাম কবীরের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব দেন, জেলা সুজনের সম্পাদক, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম টুটুল, অর্থ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সম্পাদক জারিফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি জমসেদ আলী, সম্পাদক আব্দুল ওহাব, শিবগঞ্জ উপজেলা সুজনের সহ-সভাপতি আমিনুল ইসলাম সোনা, সম্পাদক একেএস রোকন, নাচোল উপজেলা সুজনের সভাপতি আব্দুর রউফ, সম্পাদক শাকিল রেজা, গোমস্তাপুর উপজেলার আহবায়ক নাহিদ ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন ডা. আব্দুস সামাদ, ডা. ইসমাইল হোসেন, অ্যাড. সুজন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মাহিন খাঁন ও সাইমুল ইসলাম।
বক্তারা বলেন, ছাত্র জনতার যে আকাঙ্খায় ৩৬ জুলাই ফ্যাসিস্টের পতন হয়েছে, তা কোনভাবেই বিফলে যেতে দেয়া যাবেনা। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ছাত্র-জনতার দাবি ‘সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা’ তার প্রতিফলন ঘটানোর পর জাতীয় নির্বাচন দেয়ার জোর দাবি জানান বক্তারা। এছাড়াও রাজশাহী থেকে নয় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন থেকে সকল আন্তঃনগর ট্রেন চলাচলের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা সদরের সেন্টু মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।