• Sunday, May 11, 2025

চাঁপাইনবাবগঞ্জে গত দু’দিনে আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

  • May 10, 2025

Share With
গত দু’দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বিস্ফোরকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ও শুক্রবার ( ৯ মে) গত দু’দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি  উপজেলার বিভিন্ন এলাকা থেকে  তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ৮ জন সদর থানা, ৪ জন শিবগঞ্জ থানা, ২ জন গোমস্তাপুর থানা, ৯  জন নাচোল থানা এবং ৩ জনকে ভোলাহাট থানা পুলিশ গ্রেপ্তার করে। জেলার ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার বিকালে বিভিন্ন মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।