• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি

  • Oct 18, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের গোয়ালটুলি গ্রামে এসআই রাশিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শান্ত মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৪২) কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, অভিনব পদ্ধতিতে বড় প্লাষ্টিকের ড্রামের ভেতর লুকিয়ে মাটির নিচে পুতে রাখা ছিল আটককৃত ৭ কেজি গাঁজা। অপরদিকে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুর টোল ঘর এলাকায় ১০০ গ্রাম হেরোইনও উদ্ধার করা হয়েছে। এ সময় ১ ব্যক্তিকে আটক করে থানায় জমা দেয়া হয়েছে। এ সব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ।