• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে গানপাইডার, অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Dec 07, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্রসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশ) মো. ইদ্রিস আলী জানান,  শহরের স্বরুপনগর আনসার ক্যাম্পের কাছে একটি বাড়িতে আসন্ন নির্বাচন বানচাল করতে অস্ত্র মজুদ ও নাশকতার পরিকল্পনা করছে এমন খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় তাৎক্ষনিক অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীদের পালাবার চেষ্টাকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি ইদ্রিস আলী আরো জানান, এ সময় বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে ১৭ টি লোহার রামদা, ২ টি লোহার ছোরা ও ৩৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা স্বরুপনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মানিক (৩২), বেলেপুকুর মহল্লার এনামুল হকের ছেলে মিলন (২৪) ও আলিনগর ভূতপুকুর এলাকার বাদশা মিয়ার ছেলে চান মিয়া (৩০)। এ-ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।