• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ট্রাভেলসের উদ্যোগে ঈদসামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ

  • May 23, 2020

Share With

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় কর্মহীন, দু:স্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ করেছে গ্রামীণ ট্রাভেলস।

বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ১,৩,৪ ও ৫নং ওয়ার্ডের ১ হাজার ৪’শ অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। পৌর এলাকার কল্যাণপুর হর্টিকালচার সেন্টার, স্বরূপনগর মোহর আলী উচ্চ বিদ্যালয় ও হরিপুর পেট্রল পাম্পে এসব বিতরণ করা হয়েছে।

ঈদসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, গ্রামীণ ট্রাভেলস’র চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোখলেসুর রহমান, জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, গ্রামীণ ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর রাকিব উদ্দিন, গ্রামীণ ট্র্যাভেলস’র প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগামীতেও খাদ্যদ্রব্ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান গ্রামীণ ট্রাভেলস’র চেয়ারম্যান মোখলেসুর রহমান।