• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে আম ও বোরো ধানের ক্ষতি

  • May 21, 2020

Share With
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে আম ও বোরো ধানের ক্ষতি হয়েছে। আর ঝড়ে আমগাছ উপড়ে এবং ধান মাটিতে ঢলে পড়েছে। তবে, কৃষি বিভাগ বলছে. আমের ৫ শতাংশ ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, বুধবার রাতে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বৃষ্টির সাথে দমকা ঝড়ে জেলার শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল, সদর উপজেলার আম বাগানের বিপুল পরিশান আম এবং বেশ কিছু আমগাছ উপড়ে পড়েছে। তবে, বেশীরভাগ ধান কাটা হয়ে গেছে এবং কিছু ধান ক্ষেতে নুইয়ে বা মাটিতে ঢলে পড়েছে।

তিনি আরো জানান, পেঁপে ও কলা বাগানেরও ক্ষতি হয়েছে। বাজারের আম উঠার পূর্ব মুর্হুতে পরিপক্ক আম গাছ থেকে ঝড়ে পড়েছে, এতে বাগানমালিক, আমচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।