• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদসহ আটক ১ ব্যক্তি

  • Sep 05, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকাল ৭ টার দিকে শান্তিমোড় থেকে ৮০ বোতল, ৩২ লিটার চোলাই মদ (বাংলা মদ)সহ ১ ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিশ আলী এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের প্রান্তিক পাড়া মসজিদের পাশের কাঁচা রাস্তার পাশে ২ ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্যেশে অবস্থান করছে।

খবর পাবার পর তাৎক্ষনিক পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম, এএসআই দেওয়ান মো. আসলাম উদ্দিন, এএসআই আসাদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করলে ১ জন পালিয়ে যায়।

অন্যজনকে ৮০ বোতল চোলাইমদসহ শান্তিমোড়ে আটক করা হয়। আটককৃত ব্যক্তি প্রান্তিকপাড়ার ওমর আলীর ছেলে মো. মোস্তাকিম (২৮)। অপর পালিয়ে যাওয়া ব্যক্তি হচ্ছে হরিপুর শিবপুর মন্ডল পাড়ার মো. আ. করিম এর ছেলে হযরত আলী বাবু।

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান, অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিশ আলী।