• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ‘নির্বাচনে করনীয় শীর্ষক’ মতবিনিময় সভা

  • Nov 30, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মনিমুল হক সড়কে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ শিকদার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা, সাধারণ সম্পাদক আশিফ আহসান, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান পরশসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ছাত্রলীগের নেতাকর্মী ভাইয়েরা তোমরা প্রত্যেকেই নিজেদেরকে নিজেরা একজন নৌকার কান্ডারী মনে করবা এবং নিজেকে প্রার্থী মনে করেই আসন্ন নির্বাচনে কাজ করবা তাহলেই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত হবে।আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সজাগ থাকতে হবে যেন, বিএনপি-জামায়াত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।