• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-জনতার ‘শহীদী মার্চ’

  • Sep 07, 2024

Share With

সারা দেশের মতো আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে চাঁপাইনবাবগঞ্জেও ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এই কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার দুপুরের পর পর জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এসে শেষ হয়।

‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’- মিছিল থেকে এরকম নানা স্লোগান দেওয়া হয়।

মিছিলের পর আলোচনায় বক্তারা বলেন, আমরা এখনো বৈষম্য হতে দেখেছি, এটা আমরা হতে দিব না।