• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগসহ পরিষ্কার অভিযানে একঝাক তরুণ

  • Sep 25, 2018

Share With

ডি এম কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জের শহর পরিস্কার পরিছন্ন করতে একঝাক তরুণের ঝাড়–হাতে রাস্তায় দেকা গেছে। সোমবার দিনব্যাপী নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে থেকে শুরু কওে সারাদিন শহরের বিভিন্ন স্পটে পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষে রাস্তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার কওে তা নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। পৌর সভার ময়লা নেবার গাড়ীও এ-সময় তাদেও সহযোগীতা করে। এ-ছাড়াও শহরের বিভিন্নস্থানে জেব্রা ক্রসিং তৈরি, ডাস্টবিন স্থাপনও করে। বিকেলে নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে মাদকবিরোধী কনসার্টও অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠণ ভূত এ-সব কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে সংগঠণটির নাম পাল্টিয়ে দৃষ্টান্ত রাখা হয়। দৃষ্টান্ত নামেই এখন তেকে সংগঠণটি কার্যক্রম চালাবে।

দিনব্যাপী এ-সব কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ ছাত্র লীগের নেতাকর্মীরাও তাদেও সাতে একাত্বতা প্রকাশ কওে অংশগ্রহণ করে। ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ নেতাকর্মী এসব ভাল কাজের জন্য নেতৃত্ব দেন। সদস্যদের অক্লান্ত পরিশ্রমে রাতে কর্ম-সূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।