• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত ১

  • Aug 10, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি ও দেশীয় অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের মৃত. রাজিবুল হকের ছেলে রায়হান আলী।

দুর্লভপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো শাহজালাল আলী জানান, সম্প্রতি তাদের এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে আসেন রায়হান আলী। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা শুক্রবার রাতে একত্রিত হয়ে রায়হানের বাড়িতে যায়। বিষয়টি রায়হান টের পেয়ে ওই মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তারা তাকে ধাওয়া করে  ধরার পর গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রায়হানের মৃত্যু হয়। পরের গ্রাম পুলিশের সহায়তায় নিহতের মরদেহ শনিবার সকালে শিবগঞ্জ থানায় পৌঁছে দেওয়া হয়।

তবে স্থানীয় অন্য একটি সূত্র জানায় পূর্ব শত্রুতার জেরে রায়হানকে ফাঁসিয়ে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সু কোমল দেব জানান, ছিনতাইয়ের অভিযোগে একজন নিহত হয়েছেন এবং মরদেহ গ্রাম পুলিশ শিবগঞ্জ থানায় পৌঁছে দিয়ে গেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।