• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন জোরদারকরণ বিষয়ক কর্মশালা

  • Jan 09, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে জন্ম মৃত্যু নিবন্ধন জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে  ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

কর্মশালায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, ডা. সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক, ডা. শরিফুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় জন্ম মৃত্যু নিবন্ধন জোরদার করার জন্য সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।