• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

  • Sep 06, 2018

Share With

‘অনির্বাণ আগামী’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি. চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মন্নাফ, বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকেজৗশলী মো. আইনাল হক, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি মো. আশরাফ আলী, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র ডিজিএম মোকসেদুল হাকিম, এজিএম (অর্থ) এস এম শাহিদুজ্জামান, এজিএম সোহেল রানা, এজিএম (রাজস্ব) মাসুদ রানা, শহর আ’লীগের সভাপতি মো. শরিফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মো. মিজানুর রহমান প্রমুখ।