• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Sep 14, 2024

Share With

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার আয়োজনে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শহীদ সাটু হলে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন সভায় সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

সভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম কবির, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, পেশাজীবী সংগঠনের সভাপতি মো. মাইনুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারি, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর, জেলা জামায়াতের আমীর ও সাবেক এমপি লতিফুর রহমান।

আরও বক্তব্য দেন, রাজশাহী মহানগরীর আমীর ড. মো. কেরামত আলী, জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক আবুল হাসান, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুখলেশুর রহমান।

সভায় বক্তারা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন। তাদের সময়ে গুম, খুনসহ সব ধরণের অপরাধের বিচার দাবি করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে, চাঁপাইনবাবগঞ্জে যারা বালুমহল দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী করেন তাদের কঠোর হুঁশিয়ারি করেন।  তিনি শাপলা চত্বর হত্যাকান্ড, পিলখানা হত্যাকান্ডসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের সঠিক বিচার দাবি করেন। জেলার সকল জামায়াত শিবির কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার আহবান জানান।