• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

  • Oct 11, 2024

Share With
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে  চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা জামায়াতের আয়োজনে জেলা শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলীমের সঞ্চালনায় সমাবেশ আরো বক্তব্য দেন,  চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, অফিস সেক্রেটারি অধ্যাপক আমানুল্লাহ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কবির, পৌর জামায়াতের সেক্রেটারী মুক্তার হোসেন, ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত জেলা গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।