• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী

  • Jan 23, 2025

Share With
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারী) পৃথক দুটি স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল।
বিকেলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন— জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বুলু বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক মো. সারোয়ার জাহান, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা। আলোচনা শেষে দোয়া করা হয়।
অন্যদিকে বিকেলে শহরের পাঠানপাড়ায় সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের বাসভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে পৌর স্বেচ্ছাসেবক দল।
চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন— জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আহসান হাবীবসহ অন্যরা।