• Saturday, November 1, 2025

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন

  • Jul 15, 2025

Share With
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের পাঠানপাড়া-ফুড অফিস মোড়ে এ স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন- জুলাই আন্দোলনে শহিদ তারিক হোসেনের বাবা আশাদুল ইসলাম, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ,  সিভিল সার্জন ডা.একেএম শাহাব উদ্দিন, রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) এড. আবদুল ওদুদ,  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মো.ইয়াছিন হোসেন, সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে শহিদের স্মরণে এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। আগামী ৩৬ জুলাই অর্থ্যাৎ ৫ আগষ্ট এই স্তম্ভে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
উদ্বোধন শেষে শহিদের আত্মার মাগফিরাত ও জুলাই আন্দোলনে আহতের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।