• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে জেসী এমপির উদ্যোগে ২০০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

  • May 19, 2020

Share With

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অসহায় দরিদ্র মানুষের খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় কাজে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। এরই মধ্যে এদের জন্য সরকারসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ত্রাণ সহায়তা দিয়ে চলেছেন। সে মানবিক দিক বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ও মহারাজপুর ইউনিয়নে ফেরদৌসী ইসলাম জেসী এমপির ব্যক্তিগত উদ্যোগে ও পরিবারের পক্ষ থেকে ২০০টি অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম আওয়ামী লীগ নেতা আজিম মাস্টার। আরো উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলার শাখাওয়াত হোসেন শওকতসহ যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের প্রবীণ ও সাধারণ কর্মীবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ পূর্বে জেসী এমপি অসহায় মানুষদের পাশে থাকার আহবান জানান সমাজের বিত্তবান দের নিকট। এ ছাড়াও সকলকে সরকারের নির্দেশনা মেনে চলারও অনুরোধ জানান।