• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ঝুলন্ত অবস্থায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • Aug 04, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় সংলগ্ন কাঁঠাল বাগিচা মহল্লার একটি ডেকোরেটরের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় হাত-পা বাঁধা আব্দুল আহাদ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

আহাদ আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর-মাঝপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে এবং বড় ইন্দারা মোড় এলাকার ফিরোজ ডেকোরেটরের কর্মচারী।

মৃত আহাদের পিতা আব্দুস সামাদ জানান, তার ছেলে আহাদ সম্প্রতি ২য় বিয়ে করেছিল এবং তার ২য় স্ত্রীর সাথে বিরোধ চলছিল।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জানান, হত্যার রহস্য উদঘাটনের প্রক্রিয়া শুরু হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।