• Sunday, February 23, 2025

চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

  • Feb 15, 2025

Share With
এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার মো. রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য মো. আসিফ নেহাল, জেলা আহ্বায়ক মো. আব্দুর রাহিম,  জেলা সদস্য সচিব মো. সাব্বিরসহ অন্যরা।
 শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট।